‘আবু সাঈদ শহীদ না হলে স্বাধীনতা পেতাম না, আমিও উপাচার্য হতে পারতাম না’

দীর্ঘ দেড় মাস পর অবশেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়নের অধ্যাপক ড. শওকত আলী বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ে এসে উপাচার্য হিসেবে যোগদান করেছেন।

উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ শহীদ না হলে দ্বিতীয় স্বাধীনতা পেতাম না, আমিও উপাচার্য হতে পারতাম না।’

তিনি বলেন, ‘রোকেয়া বিশ্ববিদ্যালয় হচ্ছে আবু সাঈদের বিশ্ববিদ্যালয়- এটা সারা দেশ আর বিশ্ববাসী জানে। আমার প্রথম কাজ হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার কাজ জোরদার করা। আবু সাঈদের স্বপ্নকে বাস্তবায়ন করা। যে জাতি শিক্ষা গবেষণায় যত উন্নত পৃথিবীর বুকে তারাই শ্রেষ্ঠ।’

উপাচার্য বলেন, ‘রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য আরও জমি অধিগ্রহণ করে ছেলে ও মেয়েদের দুটি করে হল নির্মাণ করে পুরোপুরি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করবো।’

আবু সাঈদের নামে নতুন হল করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষা উপদেষ্টা এবং ইউজিসি আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ করবে- এটা আমি বিশ্বাস করি।’

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘বেরোবিতে ছাত্র আর শিক্ষক রাজনীতির কোনও সুযোগ নেই। বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্সে ছাত্র রাজনীতি করার কোনও সুযোগ রাখা হয়নি। আমরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই তবে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব রাখার ব্যবস্থা করা হবে।’

উপাচার্য বলেন, ‘আবু সাঈদ হত্যার ঘটনায় তার পরিবার মামলা করেছে, সেই মামলায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের লজিস্টিক সাপোর্ট আমরা দেবো। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী জড়িত তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আলাদা মামলা করা হবে।’

এর আগে ঢাকা থেকে বিমানযোগে এসে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা তাকে স্বাগত জানান। তিনি আনুষ্ঠানিকভাবে পত্রে স্বাক্ষর করে উপাচার্য হিসেবে যোগদান করেন।