দিনাজপুরে পাচারকালে ২৬ বস্তা সার উদ্ধার, ৩০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পাচারকালে ২৬ বস্তা সার উদ্ধার করা হয়েছে। এ সময় তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার এবং এক কৃষককে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রানীগঞ্জ ও ডুগডুগি বাজার এলাকায় এ অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল আল মামুন কাওসার শেখ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান ও পুলিশের উপপরিদর্শক কাজল রায় উপস্থিত ছিলেন।

আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, ‘দীর্ঘদিন ধরে কৃত্রিম সংকট সৃষ্টি করে এলাকার কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অসাধু ডিলাররা অন্য উপজেলায় পাচার করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে দুপুরে অভিযান চালানো হয়। এ সময় একটি নসিমন থেকে ২৬ বস্তা সার জয়পুরহাটে নিয়ে যাওয়ার সময় উদ্ধার করা হয়। একইসঙ্গে সারের মালিক পরিচয় দেওয়া জয়পুরহাটের আব্দুল আজিজ নামে এক কৃষককে তিন হাজার টাকা জরিমানা করা হয়। তার কাছে সার বিক্রি করা রানীগঞ্জ বাজারের সার ডিলার বজলুর রশিদ বাবুকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মূলত এক উপজেলার সার আরেক উপজেলায় নিয়ে যাওয়ায় ক্রেতা ও বিক্রেতাকে জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় ডুগডুগি বাজারের আমিনুল রহমানকে পাঁচ হাজার এবং মূল্য তালিকা না টানানোর কারণে সুজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে উদ্ধার করা সার ডুগডুগি বাজারের একটা সারের ডিলারের মাধ্যমে সরকারি মূল্যে বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছে। সার বিক্রির টাকা ওই কৃষকের কাছে ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে।’