প্রধান অতিথির বক্তব্য দিয়ে মঞ্চ থেকে নামার পর যুবলীগ নেতা গ্রেফতার

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমানকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতিও ছিলেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালের দিকে উপজেলার রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই ইউনিয়নের বাফলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, বিকালে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন। এ সময়ে তার বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নামার পর পুলিশ তাকে ডেকে নিয়ে গ্রেফতার করে সিভিল গাড়িতে তুলে নেয়।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। চেয়ারম্যান বিমান ওই ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি ছিলেন। অভিযানের সময় বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে পুলিশের সিভিল গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

তিনি আরও জানান, এ ঘটনায় চার জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে থানায় নিয়ে আসেন। আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।