ভারতে ঢোকার সময় দালালসহ বাবা-মেয়ে আটক

পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে এক দালাল ও শিশুসহ তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৩১ জানুয়ারি) গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত সীমান্তের মেইন পিলার ৭৪২ এর ৯নং সাব পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন তারা। গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

আটকরা হলেন- ঠাকুরগাঁও জেলা সদরের আলমপুর গ্রামের শ্রী নিতাই চন্দ্র রায় (৩৫), তার সাত বছরের মেয়ে ও তেঁতুলিয়া উপজেলার শিবচন্ডি এলাকার সাদ্দাম হোসেন (৩০)। সাদ্দাম হোসেন তাদের অবৈধপথে ভারত যেতে সহায়তার চেষ্টা করেন।

বিজিবি জানায়, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাগুরমারী বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে কাঁটাতারের বেড়া কাটার একটি প্লায়ার্স, দুটি মোবাইল ফোন, রুপার নুপুর এক জোড়া ও বাংলাদেশি নগদ ২০ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়। দালাল সাদ্দাম হোসেন ৩০ হাজার টাকার বিনিময়ে তাদের ভারতে পাঠানোর চেষ্টা করেন বলে জানায় বিজিবি।

নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনি ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ সীমান্তে যেকোনও অপতৎপরতা ঠেকাতে বিজিবি সজাগ রয়েছে।