লালমনিরহাট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

লালমনিরহাট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এরশাদুল করিম রাজুকে (৩৭) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজের পর জেলা শহরের কলেজ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিবির ওসি সাদ আহমেদ। গ্রেফতার রাজু কলেজ বাজার এলাকার বাসিন্দা আজিজুর রহমানের ছেলে।

ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে আসা রাজু একসময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরে তিনি সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমানের ব্যক্তিগত সহকারী ছিলেন। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

এ বিষয়ে ডিবির ওসি বলেন, তাকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তাকে সদর থানায় হস্তান্তর করা হবে।