ভারত সীমান্তে ঢুকে সেলফি তোলা দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত থেকে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২ মে) বিকালে আন্তর্জাতিক সীমানা পিলার ৮২৫ এর সাব পিলার ১ এর কাছ থেকে তাদের বিএসএফ ধরে নিয়ে যায়।

পাটগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেসুর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।

ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তবিবর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, শুক্রবার বিকালে এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইমন (১৬) বগুড়া থেকে বেড়াতে আসা মামাতো ভাই সজেদুর ইসলামসহ (২২) বাড়ির পাশে সীমান্ত লাগোয়া চা বাগানে সেলফি তুলতে যান। এ সময় তারা ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৮২৫/১ এর ২০-২৫ গজ ভেতরে চলে গেলে জলপাইগুড়ি বিএসএফের টহল দল তাদের আটক করে নিয়ে যায়।

বিজিবির পক্ষ থেকে বলা হয়, ঘটনার পর স্থানীয়রা ধবলসূতি বিওপিকে জানান। দায়িত্বরত বিজিবি সদস্যরা বিএসএফ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে।

বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ ও ভিডিও ধারণ করার কারণে তাদেরকে আটক করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ ও বিজিবি জনায়, আটকদের বাংলাদেশে ফিরিয়ে আনতে স্থানীয় ও ব্যাটালিয়ন পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে। তাদের ফেরত আনার উদ্দেশে রাতেই পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।