আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (৫ মে) দুপুরে কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে কলেজ মোড়ে অবস্থিত বিজয় স্তম্ভ প্রাঙ্গণে সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অর্ধশতাধিক মানুষ অংশ নিয়েছেন।
মিছিল ও সমাবেশ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতা আন্দোলনে গণহত্যার অভিযোগ তোলেন বক্তারা। এ জন্য তারা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করাসহ দলটির বিচারের দাবি জানান।