রংপুরের পীরগাছা উপজেলার দেউতি সৈয়দপুর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৯ জুলাই) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হিন্দু সম্প্রদায়ের একটি বর যাত্রীবাহী বাস গাইাবান্ধা থেকে রংপুর নগরীর নজিরের হাট এলাকায় আসছিল। রাত অনুমান ২টার দিকে দেউতি সৈয়দপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে খাদের পড়ে গেলে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত হন কমপক্ষে ২০ জন। আহতদের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এ কজন মারা যান।
নিহতরা হলেন- সান্তা রানী (৫০), অমৃতা পাল (৮০) ও হিবলু (৩৫)। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধার ও আহতদের উদ্ধার করে পীরগাছা হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিক বলেন, বাসটি বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নতুন বউকে নিয়ে বাসে করে গাইবান্ধা থেকে আসছিল। বাসের চালক দ্রুত বেগে গাড়ি চালাচ্ছিল বিপরীত দিকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসটি রাস্তা থেকে খাদে পড়ে যায় তিন জন নিহত হন। আহতদের মধ্যে নববিবাহিত বর ও বধূ রয়েছে- তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত নয়।