গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির ৩২ নেতাকর্মী কারাগারে

গাইবান্ধা উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহম্মেদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও থানা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক কবির আহম্মেদসহ ৩২ নেতাকর্মীকে কারাগারে পাঠানের আদেশ দিয়েছে আদালত। বুধবার নাশকতার মামলায় জামিন নিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. রাশেদা সুলতানা এই আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান বলেন, সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় গোবিন্দগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহ্ম্মেদ,উপজেলার শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রিপন, থানা যুবদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আল-আমীন প্রধান, উপজেলার ছাত্রদল নেতা শাহ আলম প্রধান, আব্দুল মজিদ, আতিকুর রহমান রতন, হিটলু, রোয়েল, মোন্নাফ চৌধুরী ও রাহেনুলসহ ৩২ নেতাকর্মী বুধবার আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করে। কিন্ত আদালতের বিচারক তাদের জমিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান,তাদের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতার ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা আদালতে জামিন নিতে গিয়েছিলেন।

/জেবি/