গাইবান্ধায় অটিজম দিবস পালিত

গাইবান্ধা জেলাগাইবান্ধায় পালিত হয়েছে নবম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকালে গাইবান্ধা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। গাইবান্ধা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
জিইউকে, এসকেএস, আরডিআরএস, ফ্রেন্ডশিপ, বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, কর্মীর হাত, এসডিআরএস, পল্লী বধু, লেপ্রসি মিশন, সিডিডি, এমএসএস ও অধিকার চাইসহ প্রভৃতি স্বেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচিতে সহায়তা করেন।
পরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, সদর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রশিদা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল মমিন খান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রমুখ।

/এআর/