দিনাজপুরে অর্থ লেনদেনকে কেন্দ্র করে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ

দিনাজপুর শহরের অভ্যন্তরে অর্থ লেনদেনকে কেন্দ্র করে শুভজিৎ চন্দ্র (২৪) নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত দেড়টায় এ ঘটনা ঘটে।

শুভজিৎ দিনাজপুর শহরে নিমতলা এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির শেষ বর্ষের ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে শুভজিৎ বাড়ির পার্শ্ববর্তী সঙ্গীত মহাবিদ্যালয়ের পার্শ্বে কয়েকজনের সঙ্গে বাক-বিতণ্ডার এক পর্যায়ে মাথায় গুলিবিদ্ধ হয়। পরে তাকে প্রথমে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় রাতেই পুলিশ দুলাল ও বিষু নামে ২ জনকে আটক করেছে। আটক দুলাল ক্ষেত্রীপাড়া এলাকার ও বিষু উত্তর বালুবাড়ী এলাকার বাসিন্দা।

দিনাজপুর কোতোয়ালী থানার ওসি জানান, আটককৃতদের সঙ্গে শুভজিতের চাকরি নাম করে টাকা লেনদেনের সমস্যা রয়েছে। রাতে এই টাকা লেনদেন নিয়ে বাক-বিতণ্ডায় এই ঘটনা ঘটেছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে পুলিশ।

/এআর/