জঙ্গি সন্দেহে শাবি’র আরও দুই শিক্ষার্থী আটক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)জঙ্গি সন্দেহে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) দুই শিক্ষার্থীকে আটক করেছে র‌্যাব। ওই দুই শিক্ষার্থী হলেন, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১১-১২ সেশনের রোকনুজ্জামান রানা এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ সেশনের মেহেদী হাসান তুহিন। শাবি'র সহকারি প্রক্টর সামিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সামিউল ইসলাম জানান, বুধবার সন্ধ্যার দিকে সুরমা ও তপোবন আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাবের এএসপি সুজন বলেন, সন্দেহের ভিত্তিতে শাবির দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

এর আগে জঙ্গি সন্দেহে গত ১৮ জুলাই ও ২ আগস্ট ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষার্থীকে আটক করা হয়। ৩ আগস্ট আটক করা হয় ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক এক শিক্ষার্থীকে। এ ছাড়া ১৮ আগস্ট আটক হয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী।

/এআরএল/

আরও পড়ুন: 

বিধিমালা চূড়ান্ত: স্বতন্ত্র প্রার্থী হতে সিটিতে ৩০০, উপজেলায় ২৫০ ভোটারের স্বাক্ষর লাগবে