শ্রীমঙ্গল সেবা ফাউন্ডেশনে আহত হরিণের অস্ত্রোপচার


শ্রীমঙ্গল সেবা ফাউন্ডেশনে আহত হরিণের অস্ত্রোপচার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে মানুষের আক্রমণে আহত একটি মায়া হরিণের পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়েছে। রবিবার এ অস্ত্রোপচার করা হয়। সেখানে হরিণটির চিকিৎসা চলছে।

২১ সেপ্টেম্বর (বুধবার) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কুরমা-চাম্পারায় এলাকায় লোকালয়ে এসে মানুষের আক্রমণে হরিণটি গুরুতর আহত হয়। স্থানীয়রা এটিকে জবাই করতে চায়।

জবাই করার আগে বন বিভাগের রাজকান্দি রেঞ্জের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত হরিণটিকে উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে হস্তান্তর করেন। হরিণটির পেছনের ডান পায়ের হাড় ভেঙে মারাত্মক জখম হওয়ার কারণে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে পা-টি কেটে ফেলা হলো।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জণ দেব বাংলা ট্রিবিউনকে জানান, হরিণটি সুস্থ হয়ে উঠতে সময় লাগবে।

তিনি বলেন, ‘মায়া হরিণটির জন্য খুব কষ্ট হচ্ছে!’

/এবি/

আরও পড়ুন
অফিস সময়ের পর সচিবালয়ে অবস্থান নিষিদ্ধ