চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে ১১ দিন আমদান-রফতানি বন্ধ

মৌলভীবাজারদুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজলোর চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে ১৬ অক্টোবর পর্যন্ত (১১ দিন) আমদানি-রফতানি বন্ধ থাকবে। স্টেশনের কাস্টমস সুপারেনটেনডেন্ট অভিনাশ চন্দ্র রায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ী এমরান আহমদ, রিমন আহমদ, বদরুল ইসলাম ও সিএন্ডএফ এজেন্ট রমাপদ সেন, সোহেল আহমদ বাংলা ট্রিবিউনকে জানান, ভারতের ত্রিপুরার মনু শুল্ক স্টেশনের কাস্টমস কর্তৃপক্ষ দুর্গাপূজার লম্বা ছুটি কাটাচ্ছেন। সেখানে ১১ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তাদের সঙ্গে সমন্বয় রেখে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়েও পণ্য আনা-নেওয়া বন্ধ থাকবে।

স্টেশনের কাস্টমস সুপারেনটেনডেন্ট অভিনাশ চন্দ্র রায় জানান, আমদানি-রফতানি বন্ধ থাকলেও অন্যান্য দাপ্তরিক কার্যক্রম চলবে।

/এআরএল/

আরও পড়ুন: 

শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ম্যানুয়েল সান্তোস