‘নার্গিসের পরিবারের পাশে থাকবে শাবিপ্রবি প্রশাসন’

খাদিজা আক্তার নার্গিস
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া বলেছেন, ‘শাবিপ্রবি প্রশাসন এমসি কলেজ ক্যাম্পাসে নৃশংসতার ঘটনায় আহত খাদিজা আক্তার নার্গিসের পরিবারের পাশে আছে এবং থাকবে।’ শনিবার সন্ধ্যায় প্রশাসনের লোকজন নিয়ে খাদিজার গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার হাউসা গ্রামে গিয়ে এ আশ্বাস দেন ভিসি। 

ভিসি আমিনুল হক ভূইয়া বলেন, ‘ঘাতক বদরুল আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারে কিন্তু কোনও অপকর্মে বিশ্ববিদ্যালয় কারও সঙ্গে থাকবে না। ইতিমধ্যেই তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।’ নৃশংস এ ঘটনার সুষ্ঠু বিচার পেতে শাবিপ্রবি প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে বলেও খাদিজার পরিবারকে আশ্বস্ত করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. রাশেদ তালুকদার, প্রথম ছাত্রী হলের প্রভোস্ট প্রফেসর ড. আমিনা পারভীন, প্রফেসর আখতারুল ইসলাম, প্রফেসর জহির বিন আলম, সহকারি প্রক্টর মোহাম্মদ সামিউল ইসলাম, আবু হেনা পহিল, ড. মুনশী নাছের আফজাল ও সহকারী প্রশাসনিক (নিরাপত্তা) কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার (৩ অক্টোবর) এমসি কলেজ ক্যাম্পাসে শাবিপ্রবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম  সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অর্থনীতি সমিতি তাকে সাময়িক বহিষ্কার করেছে।

আরও পড়ুন:
নার্গিসের অবস্থা আরেকটু ভালো

/বিটি/