জঙ্গিবাদ রোধে শিক্ষকদের ওপরও নজরদারি করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জঙ্গিবাদ প্রতিরোধে কেবল শিক্ষার্থী নয়, শিক্ষকদের ওপরও নজরদারি বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার দুপুরে সিলেট শিক্ষাবোর্ড আয়োজিত ‘শিক্ষার উন্নত পরিবেশ: জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক সমাবেশে তিনি এ কথা বলেন।
দেশের ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল জঙ্গিবাদ ছড়ানোর মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
সরকার জঙ্গিবিরোধী সব ধরনের পদক্ষেপ কার্যকর করবে উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবিরোধী সব ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আর জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষকদেরকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
গত ৩ অক্টোবর এমসি কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলার ঘটনা উল্লেখ করে মন্ত্রী আরও  বলেন, এ ঘটনা প্রমাণ করে শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্রীরা নিরাপদ নয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রীদের জন্য নিরাপদ স্থান তৈরি করতে সংশ্লিষ্টদের সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেন মন্ত্রী।

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া তাপাদার।

উল্লেখ্য, নার্গিসের ওপর হামলার প্রতিবাদে ১৮ অক্টোবর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন এবং ২০ অক্টোবর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:
দেশের স্বার্থ রক্ষা করেই মুহুরীর চরের বিরোধ মীমাংসা করা হবে

/বিটি/