গ্রেফতার হওয়া রাগীব আলীকে দেশে আনা হয়েছে

সিলেটের শিল্পপতি রাগীব আলীভারতের করিমগঞ্জের ইমিগ্রেশনে ভিসার মেয়াদ বাড়াতে গিয়ে গ্রেফতার হওয়া শিল্পপতি রাগীব আলীকে সিলেটের বিয়ানীবাজারের শেওলা-সুতারকান্দি শুল্ক স্থলবন্দর দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা।

তিনি জানান, ‘রাগীব আলীকে গ্রেফতারের পর ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা সিলেটের বিয়ানীবাজারের শেওলা-সুতারকান্দি শুল্ক স্থল বন্দর দিয়ে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ৩টার দিকে তাকে ফেরত পাঠায়। সিলেটের বিয়ানীবাজারের থানা পুলিশ  শেওলা-সুতারকান্দি শুল্ক স্থল বন্দর ইমিগ্রেশনে তাকে গ্রহণ করে।’

সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দ্রন কুমার চক্রবর্তী রাগীব আলীকে দেশে ফেরত আনার কথা নিশ্চিত করেছেন। 

জানা যায়, নিয়ম অনুযায়ী ৯০ দিনের বেশি ভারতে কেউ থাকতে পারবেন না। কিন্তু রাগীব আলী ১০ আগস্ট সিলেট থেকে পালিয়ে যাওয়ার পর ১০ নভেম্বর পর্যন্ত তার ৯০ দিন অতিবাহিত হয়ে যায়। এমনকি তিনি ওই সময় ইমিগ্রেশন পুলিশকেও এ বিষয়ে অবহিত করেননি। ভিসার মেয়াদ বাড়ানোর জন্য ভারতের করিমেগঞ্জের ইমিগ্রেশনে গেলে সেখানে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

রাগীব আলীর আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে জানান, ‘আমরা জানতে পেরেছি যে শিল্পপতি রাগীব আলী ভারতের করিমগঞ্জে গ্রেফতার হয়েছেন। দেশে নিয়ে আসার পর কোর্ট চলাকালিন সময়ের মধ্যে যদি রাগীব আলীকে পুলিশ আদালতে হাজির করে তাহলে আমরা তার জামিনের জন্য আদালতের কাছে আবেদন করবো।’

তবে একটি সূত্র জানিয়েছে, যদি রাগীব আলীকে আদালত চলাকালিন সময়ে নিয়ে আসা না যায় তাহলে বিয়ানীবাজার থানায় তাকে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে শুক্রবার (২৫ নভেম্বর) সকালে তাকে আদালতে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন- 


দলের সমর্থন পেতে জেলা আ. লীগ নেতাদের দৌড়ঝাঁপ

/এফএস/