হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছেহবিগঞ্জ জেলায় অবৈধ টমটম ও অন্যান্য সব অবৈধ গাড়ি চলচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক শ্রমিক এক্য পরিষদ। মঙ্গলবার ভোর থেকে হবিগঞ্জ থেকে দূরপাল্লার কোনও বাস ছেড়ে যায়নি। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসময় বিভিন্ন উপজেলায় চাকরিরত ব্যক্তিদের বিকল্প ব্যবস্থায় কর্মস্থলে যেতে দেখা গেছে।

এর আগে শনিবার রাতে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের এক জরুরি সভায় এ ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আজ মঙ্গলবার ভোর থেকে জেলার সব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এ ব্যাপারে মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী জানান, জেলায় অবৈধ টমটম ও অন্যন্য সব অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবিতে আজ মঙ্গলবার ভোর থেকে হবিগঞ্জ জেলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের আওতাধীন সব পরিবহন, বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ, ম্যাক্সি, ইমা, টেম্পু, জীব এবং হবিগঞ্জ-ঢাকা বাসসহ সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে। কোনও সড়কে যানবাহন চলাচল করবে না। 

Habigananj buss Stick Pic 2হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক শ্রমিক এক্য পরিষদ এর সদস্য সচিব শঙ্খ শুভ্র রায় জানান, মহাসড়কসহ সব সড়কে অবৈধ টমটম চলাচলের ব্যাপারে ইতোমধ্যে আমরা জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দফতরে স্মারকলিপির মাধ্যমে বিষয়টি জানিয়েছি। আমরা একটি আল্টিমেটমাও দিয়েছে কিন্তু কাজ হয়নি। তাই বাধ্য হয়ে আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে।

তিনি আরও জানান,  আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে। 

/এমডিপি/