সিলেটে শিক্ষার্থী মিসবাহ খুনের দায় স্বীকার করে জবানবন্দি

সিলেটসিলেটে শিক্ষার্থী মিসবাহ উদ্দিন খুনের ঘটনায় গ্রেফতার মামলার প্রধান আসামি কবির আহমদ দায় স্বীকার করে আদলতে জবানবন্দি দিয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে সিলেটের সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দীকি এ জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, কয়েক মাস আগে পূর্ব বিরোধের জের ধরে নিহত মিসবাহ উদ্দিন তার বন্ধুদের নিয়ে কবীরের ওপর হামলা চালায়। এ হামলার পাল্টা জবাবে কবির তার বন্ধু মিসবাহর উপর হামলার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। ২৬ নভেম্বর রাত সাড়ে ৮টায় নগরের জিন্দাবাজারে জিমনেশিয়াম থেকে ফেরার পথে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কবিরসহ তার ৬ বন্ধুরা মিলে মিসবাহর উপর হামলা চালায়। এসময় কবির তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়েই গলায় প্রথম আঘাত করে বলে আদালতকে জানায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক ফয়েজ উদ্দিন ফায়াজ জানান, আদালতে মিসবাহ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে কবির। এমনকি আদালতে এ ঘটনার সঙ্গে জড়িত আরও ৫জনের নামও উল্লেখ করে। পুলিশ তাদের গ্রেফতার করার জন্য ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

/এমডিপি/