জেএসসিতে সিলেটে জিপিএ বেড়েছে দ্বিগুণ

সিলেট শিক্ষা বোর্ড
সিলেট শিক্ষা বোর্ডে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৩৭ শতাংশ।  গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৯। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শামসুল ইসলাম।

কর্মকর্তারা জানান, গত বছরের তুলনায় এবার পাসের হারের সূচক কিছুটা কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ১০ হাজার ২৫৫ জন শিক্ষার্থী। যা গতবছরের তুলনায় ৫২৯৯ টি বেশি। গতবছর জিপিএ-৫ পায় ৪ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থী। জিপিএ ৫ বেড়েছে দ্বিগুণেরও বেশি।

জানা যায়, সিলেট বোর্ডের অধীনে বিভাগের চার জেলার মধ্যে সেরা হয়েছে সিলেট জেলা। সিলেট বোর্ডে এবার পাশের হার ৯৩ দশমিক ৩৭ শতাংশ। এছাড়াও বিভাগের চার জেলার মধ্যে শুধু সিলেট জেলায় পাশের হার ৯৪ দশমিক ৮১ শতাংশ। এছাড়া সুনামগঞ্জের পাসের হার ৯৩ দশমিক শূন্য ৮, হবিগঞ্জে ৯২ দশমিক ৭৫ এবং মৌলভীবাজারে ৯১ দশমিক ৮ শতাংশ।

সিলেট বোর্ডের অধীনে সিলেট জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭ হাজার ৮৮২ জন এর মধ্যে পাশ করেছে ৪৫ হাজার ৩৯৯ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৮৯ জন এর মধ্যে ছাত্র ২হাজর ২৮৫জন এবং ছাত্রী ২ হাজার ৭০৪।

আরও পড়ুন- 

জেএসসি ও জেডিসিতে পাসের হার ৯৩ দশমিক ০৬
পিইসিতে পাসের হার ৯৮ দশমিক ৫১

/এফএস/