সিলেটে রাজনৈতিক মামলায় ফের ‘জঙ্গি’ হারুন গ্রেফতার

সিলেটপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধীদলীয় নেতা থাকা অবস্থায় হত্যাচেষ্টা মামলার আসামি আবু উবায়দা হারুনকে ফের অন্য একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার মামলার পরবর্তী তারিখ নির্ধারণ থাকলেও হারুনকে ওই রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয়।

এর আগে বুধবার (১১ জানুয়ারি) হত্যাচেষ্টা মামলায় হারুনকে জামিন দিয়েছিলেন সিলেটের বিশেষ দায়রা জজ (জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মো. মাহফুজুর রহমান ভূঞা।

সিলেটের বিশেষ দায়রা জজ (জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল) আদালেতর বিশেষ পিপি অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলার আসামি জঙ্গি আবু উবায়দা হারুনকে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সংশ্লিষ্ট আদালতের বিচারক রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়েছেন।’

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া জানান,  নতুন করে আরও একটি মামলায় জঙ্গি হারুনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। যার কারণে তার আর মুক্তি হয়নি। ইতোমধ্যে সব কাগজপত্র আমাদের কাছে এসে পৌছেছে।

আদালত সূত্র জানায়, হরকাতুল জিহাদের জঙ্গিরা জনসভায় বোমা মেরে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল। কিন্তু তার আগেই ২০০১ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর ফাজিল চিশতে ডা. আরিফ আহমদ রিফার বাসায় বোমা বানাতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জঙ্গি মারা যায়। শেখ হাসিনাকে হত্যাচেষ্টার পরিকল্পনাও ভেস্তে যায়। এ ঘটনায় কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় মোট ৪৭ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ২২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মামলার মোট ৬ আসামির মধ্যে মুফতি হান্নান ও আবু সাঈদ কারাগারে রয়েছে। মামলাটির অন্য চার আসামি আবু উবায়দা, ডা. আরিফ মমতাজ রিফা, মাসুদ আহমদ শাকিল ও শেখ শাহজাহান জামিনে ছিল। এই মামলায় গত বছরের ২৯ সেপ্টেম্বর আবু উবায়দা হারুন ও শাকিল আদালতে হাজির হয়নি। এ কারণে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। এদিন আবু উবায়দা হারুন অন্য মামলায় কারাগারে থাকায় এ মামলায় হাজিরা দিতে পারেনি মর্মে আদালতে কারণ দর্শান তার কৌঁশলি। কিন্তু আদালত এই কারণ যৌক্তিক বিবেচনায় না নিয়ে তার জামিন বাতিল করে। পরে উচ্চ আদালত থেকে ওই মামলায় জামিন পায় আবু উবায়দা হারুন। কিন্তু হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় গত বছরের ৩০ ডিসেম্বর তাকে দায়রা ১২৫৭/১৩ মামলায় গ্রেফতার দেখানো হয়।

/এমডিপি/