দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

4282087368_199c502ca2মৌলভীবাজার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভাব হারুন অর রশীদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।



তিনি বলেন, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আজ এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে ঠাণ্ডা বাতাস থাকায় সেখানকার জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মহসীন বাংলা ট্রিবিউনকে বলেন, শীতের তীব্রতায় হাসপাতালে ঠাণ্ডাজনিত রোগ নিয়ে শিশুসহ বয়স্ক রোগী ভর্তি রয়েছে। তার মধ্যে ১২জনই শিশু। তারা শ্বাসকষ্ট, সর্দি, কাশি ও ডায়রিয়ার রোগী।
/এআর/

আরও পড়ুন-


বিশ্ব ইজতেমা শুরু, তিন স্তরের নিরাপত্তা দেবে র‌্যাব