বিএনপি এখন নালিশের ভাঙা রেকর্ড বাজায়: ওবায়দুল কাদের

সুনামগঞ্জে ওবায়দুল কাদেরআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন নালিশের ভাঙা রেকর্ড বাজায়।এটি একটি ব্যর্থ দল। ভাঙা রেকর্ড বাজিয়ে শেখ হাসিনার সরকারকে সংবিধান থেকে একটুও সরানো যাবে না।’  

শনিবার (১৪ জানুয়ারি) সকালে সুনামগঞ্জের  পাগলা আউশকান্দি মহাসড়কের অংশ হিসেবে কুশিয়ারা নদীর উপর রানীগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করার সময় তিনি এসব কথা বলেন। নতুন নির্বাচন কমিশন গঠন বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।

সড়ক ও জনপথের অধীনে ১২৬ কোটি টাকা ব্যয়ে  চায়না রেলওয়ে ব্যুরো গ্রুপ  ও এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এই সেতুর কাজ শুরু করেছে। সেতুটি হবে দুই লেন বিশিষ্ট অত্যাধুনিক বক্স গার্ডার সমৃদ্ধ ৭০২ মিটার দীর্ঘ ও ১০ মিটার প্রস্থের। ঠিকাদারী প্রতিষ্ঠান ৩ বছরের মধ্যে  সেতুর নির্মাণ কাজ শেষ করবে। সেতুটি নির্মিত হলে সুনামগঞ্জ জেলা সদর থেকে রাজধানী শহর ঢাকার দূরত্ব ৬০ কিলোমিটার  ও ২ ঘন্টা  সময় সাশ্রয় হবে।

ভিত্তিপ্রস্থর স্থাপনকালে উপস্থিত ছিলে  স্থানীয় সংসদ সদস্য এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন। পরে মন্ত্রী প্রকল্প এলাকা ঘুরে দেখেন।  

/এফএস/

আরও পড়ুন- 

মিয়ানমারকে সামরিক সরকারের মতো আচরণ না করার আহ্বান

ইসি গঠন নিয়ে নির্ভার আ. লীগ, চিন্তা বিএনপিকে নিয়ে