বিচারকরা স্বাধীনভাবে কাজ করছেন: এসকে সিনহা

প্রধান বিচারপতি এসকে সিনহাবাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। তিনি বলেন, ‘বিচারকরা স্বাধীনভাবে কাজ করছেন। তবে যারা অপরাধী তাদেরকে কখনও ছাড় দেওয়া হবে না।’ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়পুর গ্রামে শ্রীশ্রী শচীঅঙ্গন ধামের ৩৬তম বার্ষিক উৎসবের অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এসব বলেন।

প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন, ‘ধর্ম নিয়ে উগ্রতা বন্ধে বঙ্গবন্ধু দেশ স্বাধীনকালে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, যা বজায় রয়েছে। এদেশে সব ধর্মের লোকজন স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করছে।’

এসকে সিনহা আরও বলেন, ‘একটি পক্ষ হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। তবে প্রশাসনের শক্ত পদক্ষেপের কারণে তাদের ষড়যন্ত্র সফল হয়নি।’

সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, ‘ধর্মপালনের সময় যাতে অন্য ধর্মের কোনও ব্যাঘাত সৃষ্টি না হয় সেদিক্ষে খেয়াল রাখতে হবে।’

উৎসব কমিটির সভাপতি নিখিল ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাহুবল উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির, সাংবাদিক অভিজিত ভট্টাচার্য প্রমুখ।

/এআর/