জাফলংয়ে পাথর তুলতে গিয়ে মাটি ধসে দুই শ্রমিক নিহত, আটক ৭

সিলেটসিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর উত্তোলন করার সময় পাহাড় ধসে ২ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক শ্রমিক। রবিবার বিকেলে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।  

নিহতরা হলেন, পাথর শ্রমিক কামরুজ্জামান ও তাজউদ্দিন। তারা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা বাংলা ট্রিবিউনকে জানান, জাফলং কোয়ারি সংলগ্ন সংগ্রাম পুঞ্জি এলাকায় চুনা কোয়ারি নামে পরিচিত অংশে এই ধসের ঘটনা ঘটে। এ সময় গর্ত থেকে পাথর উত্তোলন কাজে নিয়োজিত শ্রমিকদের মধ্যে ৩ জন চাপা পড়লে ২ জন ঘটনাস্থলেই মারা যায়। আহত শ্রমিক আব্দুর রশিদকে চিকিৎসার জন্যে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেটের গোয়ানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে কোয়ারি মালিক দুলাল আহমদও রয়েছেন। বাকী ছয় জন পাথর শ্রমিক।

/এমডিপি/