হবিগঞ্জে দুই ভাইকে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

আদালতহবিগঞ্জের বাহুবলে দুই ভাইকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রবিবার বিকাল ৪টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচার মাফরোজা পারভীন এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- জেলার বাহুবল উপজেলার যশপাল গ্রামের আবদুস সামাদের ছেলে আব্দুল আলী (৪০), একই গ্রামের মারফত আলীর ছেলে সায়েদ আলী (৩৬) ও আব্দুল মালেকের ছেলে আরজু মিয়া (৪০)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৮ আগস্ট দণ্ডপ্রাপ্তরা পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের সিদ্দিক আলীর দুই ছেলে আহাদ (৮) ও নুরুল মিয়া (১০) কে বিয়েতে নিয়ে যাওয়ার কথা বলে পাশের তিতিরকোনা ধানের ক্ষেতে নিয়ে হত্যা করে। এ ঘটনার পর নিহতের পিতা সিদ্দিক আলী বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ তদন্ত করে একই বছরের ১৫ সেপ্টেম্বর ৩ জনের বিরুদ্ধে আদালত চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষ ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় প্রদান করেন। রায় প্রদানকালে দণ্ডপ্রাপ্ত সায়েদ আলী উপস্থিত এবং অপর দণ্ডপ্রাপ্ত আরজু মিয়া ও আব্দুল হাই পলাতক রয়েছেন।
রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক সন্তোষ প্রকাশ করেছেন। তিনি দ্রুত রায় কার্যকরের জন্য দাবি জানান। অপরদিকে, রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল আমিন তালুকদার উচ্চ আদালতে আপিল করবেন বলে সাংবাদিকদের জানান।

/এমও/