জাফলংয়ে পুড়িয়ে দেওয়া হলো পাথর তোলার মেশিন

সিলেটের জাফলংয়ের পরিবেশ রক্ষার জন্য অভিযান চালিয়েছে টাস্কফোর্স। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে অভিযান চালিয়ে ১১টি পাথর ভাঙার ক্রাশার মেশিন উচ্ছেদ এবং লামাপুঞ্জি পাথর কোয়ারি থেকে ৭টি অবৈধ শ্যালো মেশিন আগুন দিয়ে ধ্বংস করা হয়।

পাথর তোলার মেশিনে আগুনউপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। এসময় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন, পরিবেশ অধিদফতর সিলেটের সিনিয়র রসায়নবিদ সাইফুল ইসলাম, বিজিবি সংগ্রাম সীমান্ত ফাঁড়ির সায়েক সুবেদার মো. হুমায়ুন কবিরসহ পুলিশ ও বিজিবির অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, অভিযান চালিয়ে ১১টি ক্রাশার মেশিন ও পাথর কোয়ারি হতে ৭টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে। পরিবেশের ছাড়পত্রবিহীন ও বৈধ কাগজপত্র ছাড়া যে সব ক্রাশার মেশিন স্থাপন করা হয়েছে তা উচ্ছেদ করা হয়েছে।

/এমও/