সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ভোট শুরু

সুনামগঞ্জসুনামগঞ্জ-২ আসন দিরাই ও শাল্লার উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।


তবে বুধবার (২৯ মার্চ) রাত থেকে প্রবল বৃষ্টির কারণে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম রয়েছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উপনির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্তা ও স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন।

7b99ba656349d8aa1438af5c078d5b5d-58db8a81ed2fcগত ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়। উপ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তাকে মনোনয়ন দেয়।

দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে সুনামগঞ্জ-২ আসনের ১৩টি ইউনিয়নের ১১০টি ভোট কেন্দ্রের ৫০২টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে। এই দুই আসনে মোট ভোটার রয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ২২৮ জন এবং নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ২০২ জন। দিরাই উপজেলায় ১০ জন ও শাল্লা উপজেলায় ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনি দায়িত্ব পালন করবেন।

সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩ হাজার ২৫৭ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নির্বাচনি এলাকায় স্ট্রাইকিং ফোর্স, পুলিশের ভ্রাম্যমাণ দল ও ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রয়েছে।
/এআর/