সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ দ্বিতীয় দিনের মতো বিচ্ছিন্ন

রেল লাইনহবিগঞ্জের মাধবপুর পাহাড়ি ঢলে একটি সেতু ডেবে যাওয়ায় দ্বিতীয় দিনের মতো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ডেবে যাওয়া সেতুটি মেরামতের কাজ চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পাহাড়ি ঢলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকার ৫৬নং সেতুটি ডেবে যায়। ফলে বন্ধ হয়ে যায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ। দিনভর কাজ করেও সেতুটি মেরামত করতে না পারায় আজ  শুক্রবার সকাল থেকে আবারও কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। 

শায়েস্তাগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন খান জানান, পাহাড়ি ঢলে সেতুটি ডেবে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সেতুটি মেরামতের জন্য কাজ চলছে।

তিনি জানান, শুক্রবার বিকাল নাগাদ মেরামতের কাজ সম্পন্ন হতে পারে। বিকালে কাজ শেষে হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

/বিএল/