হাওরে মাছ মরে ভেসে ওঠায় হবিগঞ্জে মনিটরিং কমিটি

হাকালুকি হাওরে মরে ভেসে ওঠা মাছদেশের বিভিন্ন জেলায় বন্যায় ধান পচে হাওরে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় হবিগঞ্জে পাঁচ সদস্য বিশিষ্ট মনিটরিং টিম গঠন করা হয়েছে। হবিগঞ্জ সদর উপজলো মৎস্য কর্মকর্তা তাসলিমা আক্তারকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।  এছাড়াও পরিস্থিতি মোকাবিলায় মৎস্য কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানান জেলা মৎস্য কর্মকর্তা শাহ মো. এনামুল হক কথা। তিনি বলেন, হবিগঞ্জ জেলায় কোথাও মাছ মরার খবর পাওয়া যায়নি। তবে সতর্কতা হিসেবে আমরা এ কমিটি গঠন করেছি। কমিটির সদস্যরা প্রতিদিন জেলার বিভিন্ন হাওরের পানি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন।

তিনি আরও জানান,  জেলার কোনও হাওরে মরা মাছ ভেসে উঠতে দেখলে তাৎক্ষণিকভাবে মৎস্য অফিসকে জানানোর জন্য সব উপজেলায় মাইকিং করা হয়েছে। এছাড়া ইউপি মেম্বার ও চেয়ারম্যানদেরও বিষয়টি জানানো হয়েছে।

মৎস্য কর্মকর্তা আরও জানান, পরিস্থিতি বিবেচনায় জেলার সব মৎস্য কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

/বিএল/

আরও পড়ুন:
‘আমরা কী খামু, আর গরুরে কী খাওয়ামু’