স্কলার্সহোমে ‘বোমা’ রেখে আতঙ্ক ছড়ানোর দায়ে ৩ শিক্ষার্থী গ্রেফতার

pic sylhetসিলেটে শহরতলীর পূর্ব শাহী ঈদগাহ এলাকায় স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের মূল ভবনের ভেতরে বোমার মতো বস্তু রেখে আতঙ্ক ছড়ানোর অভিযোগে তিন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকালে গ্রেফতারকৃত তিন শিক্ষার্থীকে সিলেট মহানগরীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯।

র‌্যাব জানায়, তদন্তের ধারাবাহিকতায় বিদ্যালয়ের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত টিম। এতে দেখা যায়, ক্যাম্পাসের ভেতরে দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা চেকিং করার সময় ভবনের অন্য সিঁড়ি দিয়ে ৩ শিক্ষার্থী ক্লাসরুমে প্রবেশ করে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ওই ৩ শিক্ষার্থীকে আটক করে জিঙ্গাসাবাদ করে র‌্যাব। এতে তিন শিক্ষার্থী স্বীকার করে,  মজা দেখার জন্য তারা বিদ্যালয়ের ভেতরে বোমার মতো বস্তুটি রেখেছিল।

সিলেট র‌্যাব-৯-এর সিনিয়র এএসপি মাইন উদ্দিন (গণমাধ্যম) জানান, গ্রেফতারকৃতরা স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। তাদের মহানগর পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে বুধবার (২৬ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বোমার মতো দেখতে ওই বস্তুটি স্কুল ভবনের বাইরে নিয়ে আসেন। এরপর তারা এটি 'নিষ্ক্রিয়' করার কাজ শুরু করেন। তখনই ধরা পড়ে এটি কোনও বোমা নয়।  এটি ছিল কাগজ, লাল টেপ আর হেডফোন দিয়ে মোড়ানো একটি বস্তু। যার মধ্যে কোনও ধরনের বিস্ফোরক নেই।

মঙ্গলবার সকালে স্কলার্স হোমের মূল ভবনের সিঁড়ির বাম পাশে বোমা সদৃশ একটি বস্তু দেখে র‌্যাবকে খবর দেন শিক্ষকরা। পরে বেলা ১১টার দিকে র‌্যাব ৯-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

/এএ/