হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

 পানি বিপদ সীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে (ছবি-হবিগঞ্জ প্রতিনিধি)

অতি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদ সীমার ১ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী পাড়ের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম জানান, ভারতের বাল্লা সীমান্তে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় এবং উজান থেকে নেমে আসা পানিতে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদ সীমার ১ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতিবেগ বেশি হওয়ার পানি আরও বাড়তে পাড়ে বলে তিনি জানান।

তিনি জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নদীর বাধ ঘুরে দেখছেন। কোনও স্থানে ত্রুটি বা ভাঙনের আশঙ্কা দেখলে সেখানে বালুর বস্তা ফেলা হচ্ছে। এছাড়াও যে কোনও প্রস্তুতির জন্য তারা ১০ হাজার বালুর বস্তা প্রস্তুত রেখেছে বলে জানান।

এদিকে সোমবার বিকেলে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নদী পাড়ের বাসিন্দা ও শহরবাসীকে সতর্ক থাকার জন্য মাইকিং করেছে।

/জেবি/

আরও পড়তে পারেন: নীলফামারীতে পরিসংখ্যান কার্যালয়ে জনবল সংকট