চাকরির পাওনা টাকা বুঝিয়ে দেওয়া হলো গ্রেনেড হামলায় নিহত কয়ছরের পরিবারকে

নিহত পুলিশ পরিদর্শক আবু কয়ছরের স্ত্রীর হাতে টাকা বুঝিয়ে দেওয়া হচ্ছেসিলেটের দক্ষিণ সুরমার আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে গ্রেনেড হামলায় নিহত পুলিশ পরিদর্শক চৌধুরী মো. আবু কয়ছরের পরিবারকে তার চাকরির পাওনা টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সিলেট মহানগর পুলিশ সদর দফতরে নিহত আবু কয়ছরের স্ত্রীর হাতে ১৪ লাখ ৬৭ হাজার টাকা দেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। তিনি জানান, আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে কয়েক গজ দূরে দায়িত্ব পালনকালে গ্রেনেড হামলায় নিহত হন পুলিশ পরিদর্শক আবু কয়ছর। তার প্রবিডেন্ট ফান্ডের টাকা পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হলো।

এ সময় উপস্থিত ছিলেন এসএমপি'র উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) রেজাউল করিম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বণিক, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) তোফায়েল আহমদ।

/বিএল/