২ মাস পর খুলে দেওয়া হলো মাধবকুণ্ড জলপ্রপাত

madhabkunduমৌলভীবাজারের বড়লেখায় দেশের পর্যটনকেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটকদের জন্য প্রায় দুই মাস পর খুলে দেওয়া হয়েছে। রবিবার (২০ আগস্ট) থেকে জলপ্রপাতে প্রবেশের প্রধান ফটক পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।



বড়লেখা উপজেলা প্রশাসন জানান, অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে মাধবকুণ্ডে ইকোপার্ক এলাকার টিলা ও রাস্তা দেবে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় গত ২২ জুন থেকে এই এলাকা পর্যটকদের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে বন বিভাগ জরুরি ভিত্তিতে মাধবকুণ্ড ইকোপার্ক এলাকা সংস্কার করে। সংস্কারের পর এলাকাটি ঝুঁকিমুক্ত হওয়ায় সিলেট বন বিভাগীয় বন কর্মকর্তা আরএসএম মুনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আজ রবিবার থেকে সীমিত পরিসরে পর্যটকদের জন্য ইকোপার্ক খুলে দেওয়া হলো।
বনবিভাগ ও স্থানীয়রা জানিয়েছেন, পর্যটন রেস্তোরাঁ এলাকার দেবে যাওয়া অংশ সংস্কার করে সেখানে সিঁড়ি দেওয়া হয়েছে। এছাড়া টিলা ও জলপ্রপাতে নামার রাস্তার যে অংশ দেবে গিয়েছিল সেখানে বালির বস্তা ফেলা হয়েছে। এছাড়া জলপ্রপাত এলাকায় পর্যটকদের বসার বেঞ্চ মেরামত, ইকোপার্কের ভেতরের রাস্তাসমূহ ও অন্যান্য স্থান স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় পরিষ্কার করা হয়েছে।
এদিকে মাধবকুণ্ড জলপ্রপাত চালু হওয়ায় পর্যটন ও হোটেল-রিসোর্ট সংশ্লিষ্টরা উৎসাহী হয়ে উঠেছেন। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী মৌলভীবাজার লাউয়াছড়া ইকো কটেজের মারিক সাইফুল ইসলাম বলেন, ‘মাধবকুণ্ড জলপ্রপাত চালু হওয়ায় জেলায় আবারও পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। আশা করছি এবারের ঈদে পর্যটনে ব্যবসা ভালো হবে।’
/এআর/