বিস্ফোরক মামলায় জঙ্গি মুরাদের যাবজ্জীবন কারাদণ্ড

কারাদণ্ড

মৌলভীবাজারে বোমা বিস্ফোরণের মামলায় জঙ্গি মঞ্জুরল মুরাদ ওরফে আব্দুল্লাহ আল রায়হান মুরাদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে মৌলভীবাজারের ২ নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আলীপুর গ্রামে।

জঙ্গি মঞ্জুরুল মুরাদের বিরুদ্ধে ২০০৫ সালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিড়ির নিচে এবং ভবনের মূল গেটে ২টি বোমা রাখার অভিযোগ ছিল। এ মামলায় চার জন আসামি ছিলেন। অন্য তিন আসামির অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পান।

রাষ্ট্র পক্ষের আইনজীবী কৃপাসিন্ধু দাস বলেন, ‘বিস্ফোরক দ্রব্য আইনে জঙ্গি মুরাদকে সাজা দেওয়া হয়েছে। ২০০৫ সালে ১৭ আগস্ট সারা দেশের ৬৩ জেলায় একযুগে সিরিজ বোমা হামলার ঘটনায় মৌলভীবাজারে ৫টি মামলা হয়ে ছিল। এর মধ্যে আজ একটি মামলার রায় দিয়েছেন আদালত। অন্য মামলাগুলো চলমান রয়েছে।

আরও পড়তে পারেন: ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙায় অপ্রতিরোধ্য গণডাকাতি, টহল বৃদ্ধির দাবি