সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার



সিলেটপুলিশের সঙ্গে বৈঠকের পর সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিক নেতারা। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বৈঠক করেন। বৈঠকে পুলিশের পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও আইনি সহায়তার আশ্বাস দিলে ধর্মঘট তুলে নেওয়া হয়।

সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া জানান, মালিক-শ্রমিক সংগঠনের নেতাদের কাছে সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরার পাশাপাশি তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিলে তারা ধর্মঘট তুলে নেন।

সিলেট সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তারা হামলাকারীদের গ্রেফতারের পাশাপাশি আইনি সহায়তার আশ্বাস দিলে অনির্দিষ্টকালের ডাকা পরিবহন ধর্মঘট তুলে নেওয়া হয়।

প্রসঙ্গত, সিলেটের দক্ষিণ সুরমায় কদমতলি বাসস্ট্যান্ড সংলগ্ন তাজমহল হোটেলের দখল নিয়ে দুই-পক্ষের সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার (১৭ অক্টোবর)  সন্ধ্যায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। বুধবার (১৮ অক্টোবর) সকাল ৬টা থেকে সিলেটে এই ধর্মঘট শুরু হয়েছিল।

আরও পড়ুন- বুধবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট