বাঁধ অপসারণ ও পানি নিষ্কাশনসহ ৭ দফা দাবিতে হাওর রক্ষা কমিটির মানববন্ধন

 

 

 

 

 

হাওর রক্ষাসহ ৭ দফা দাবিতে সংগ্রাম কমিটির মানববন্ধন

মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওরে দীর্ঘ ৬ মাস ধরে পানিবন্দি থাকা ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে কৃষি ঋণ বিতরণ, বিনামূল্যে বোরো বীজ প্রদান, বুড়িকিয়ারী বাঁধ অপসারণ ও হাওরের পানি নিষ্কাশনসহ ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার হাওর রক্ষা সংগ্রাম কমিটি।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব এর সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-র কর্মকর্তাসহ দুই শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষক ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে ও সংগঠনের মৌলভীবাজার সদর উপজেলার যুগ্ম সচিব রাজন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু, হাজি আলাউদ্দিন, আ.স.ম ছালেহ সুহেল, ডা. ফরিদ আহমদ, মাওলানা মতিউর রহমান, সালাউদ্দিন, জুনায়েদ আহমদ চৌধুরী, আলমীগর হোসেন, এম এ রাজ্জাক, আলী রাব্বি রতন প্রমুখ।

বক্তারা জানিয়েছেন, প্রশাসনের উদাসীনতার কারণে কাওয়াদিঘি হাওরের পানি নিষ্কাশন না হওয়ায় দীর্ঘ ৬ মাস ধরে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে আছেন। তাই অতি দ্রুত পানি নিষ্কাশন করে বোরো চাষের সুযোগসহ ৭ দফা দাবি বাস্তবায়ন না করলে বৃহত্তর আন্দোলনের আল্টিমেটাম দিয়েছেন তারা।

মানববন্ধন শেষে তারা মৌলভীবাজার  জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।