লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হয়েছে অজগর সাপ ‘ইন্ডিগো’কে

অজগর ‘ইন্ডিগো’

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে শনিবার দুপুরে অজগর ‘ইন্ডিগো’কে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী জনাব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব-এর উপস্থিতিতে অবমুক্ত করা হয়েছে।

ইন্ডিগো নামের অজগরের শরীরে ২০১৬ সালের অক্টোবরে একটি রেডিও ট্রান্সমিটার স্থাপন করা হয়। মূলত অজগর সাপের গতিবিধি, আচরণ ও খাদ্যাভ্যাসসহ তার জীবন বৃত্তান্ত জানার লক্ষ্যেই এই রেডিও ট্রান্সমিটার স্থাপন করা হয়। অজগরটি শনাক্তকরণের সুবিধার্থে এর নাম রাখা হয় ইন্ডিগো।

সাধারণত রেডিও ট্রান্সমিটারের ব্যাটারির মেয়াদ ১২ মাস থেকে ২৪ মাস পর্যন্ত স্থায়ী হয়। ইন্ডিগোর শরীরে যে ট্রান্সমিটার স্থাপন করা হয়েছে তার মেয়াদ ১২ মাস হয়ে গেছে। তাই গত ১ নভেম্বর ইন্ডিগোর শরীরে ট্রান্সমিটারটি খুলে ফেলা হয়। লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়ায় অবস্থিত বন্যপ্রাণি উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে অপারেশনটি করেন ভেটেরিনারি সার্জন ডা. আবু সায়েম আরিফ।

সার্জারির ব্যাপারে তিনি জানান, রেডিও ট্রান্সমিটারটির ওজন সাপটির মোট ওজনের তুলনায় মাত্র ১% যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং এটি বসানোর পর এখন পর্যন্ত সাপটির দৈহিক কোনও সমস্যা হয়নি। বর্তমানে অজগর ইন্ডিগোর ওজন ৭.৫ কেজি এবং এটি লম্বায় ৭৩ ইঞ্চি।

ইন্ডিগো’র অবমুক্তকরণের সময় আরও উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির দে, সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুনিরুল ইসলাম, বন্যপ্রাণী গবেষক তানিয়া খান। এ গবেষণায় বাংলাদেশ বন বিভাগকে সহযোগিতা করছে ‘ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স।’ এ প্রতিষ্ঠানটি প্রায় ৫ বছর ধরে অজগর সাপের ওপর রেডিও টেলিমেট্রি প্রযুক্তি ব্যবহার করে এর গতিবিধি ও আবাসস্থলের ওপর নজর রাখছে।

আরও পড়ুন: ঝিনাইদহে ৭৯ জন গ্রেফতার