শাবি শিক্ষার্থীদের ওপর শ্রমিকদের হামলা: শিক্ষকসহ আহত ১০

ছিনতাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে পরিবহন শ্রমিকরা। সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। এতে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে পরিবহন শ্রমিকরা শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে শিক্ষকসহ ১০ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন শাহপরাণ হলের সহকারী প্রভোস্ট আশিষ কুমার বণিক, ব্যবসায় প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল-আমিন, লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তৌহিদ আহমেদ, পুলিশ সদস্য সোহেল রানাসহ ১০ জন। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ছিনতাইয়ের প্রতিবাদে শাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধক্যাম্পাস ও প্রক্টর অফিস সূত্রে জানা যায়, গত এক মাসে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আখালিয়া এলাকায় অন্তত ২০ জন শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হন। এসব ঘটনায় মোবাইল ফোনসহ মূল্যবান কাগজপত্র হারিয়ে যায় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। ছিনতাইয়ের ঘটনায় কয়েকজন আহতও  হন। রবিবারও দুই শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হন।

শাবির প্রক্টর জহির উদ্দীন আহমেদ জানান, শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে অনুরোধ করায় তারা অবরোধ তুলে নেয়। কিন্তু পরবর্তীতে শ্রমিকরা হামলা চালালে শিক্ষক-শিক্ষার্থীরা আহত হন। তিনি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।  

আরও পড়ুন:

ব্লগার অভিজিৎ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার