ব্যবসা প্রতিষ্ঠানে চুরির প্রতিবাদে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

ব্যবসা প্রতিষ্ঠানে চুরির প্রতিবাদে ব্যবসায়ীদের সড়ক অবরোধহবিগঞ্জ শহরে ঘন ঘন চুরির প্রতিবাদে সড়ক অবরোধ করেন ব্যবাসয়ীরা। এসময় শহরের প্রধান সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

ব্যবসায়ীরা জানান, সোমবার রাতে শহরের সিনেমাহল এলাকায় একাধারে চারটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। সকালের দিকে ব্যবসায়ীরা দোকান খুলে দেখেন, কয়েক লাখ টাকার মালামাল খোয়া গেছে।

এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীরা টাউনহল এলাকায় সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আসম শামছুর রহমান ঘটনাস্থলে পৌঁছে চোরদের গ্রেফতারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করে নেন।

এ ব্যাপারে হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামছুল হুদা বলেন, ‘কয়েকদিন ধরে শহরে ঘন ঘন চুরিরঘটনা ঘটছে। কিন্তু কোনও চোরকে গ্রেফতার করছে না পুলিশ। এর প্রতিবাদে ব্যবসায়ীরা অবরোধ করেন। তবে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’