ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ট্রেন লাইনচ্যুতশ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় ঢাকা-সিলেটের মধ্যে চলাচলকারী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ট্রেন লাইনচ্যুত

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ে মহাব্যবস্থাপক (পূর্ব) আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মিয়া জাহানকে প্রধান করে ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা করেছেন। এসময় উপস্থিত ছিলেন চিফ কমার্শিয়াল ম্যানেজার সরদার সাহাদাত আলী ও প্রধান প্রকৌশলী আফিফুজ্জামানসহ অনেকে।

28308999_1466578160118205_1778398418_n

বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিটে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি সাতগাঁও রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। তবে এতে কোনও হত্যাহতের ঘটনা ঘটেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ বগি উদ্ধার হয়েছে। বিকালের দিকে হয়তো সারাদেশের সঙ্গে পুনরায় সিলেটমুখী ট্রেন চলাচল শুরু হবে।