সুনামগঞ্জে সুরমা নদীর পানি বাড়ছে, দ্রুত ধান কাটার পরামর্শ

সুনামগঞ্জে সুমরা নদীর পানি বেড়েছে

গত তিন দিনে সুরমা নদীর পানি ১০০ সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পাকা ধান কাটার জন্য বিভিন্ন উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে মাইকিং করা হয়েছে

এ ব্যাপারে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আজকে (সোমবার) সুরমা নদীর পানির লেভেল ২ দশমিক ৭৪ সেন্টিমিটার। ২০ এপ্রিল ওয়াটার লেবেল লেভেল ছিল ১ দশমিক ৭৪। অর্থাৎ তিন দিনে সুরমা নদীর পানি ১০০ সেন্টিমিটার বেড়েছে। এলাকা ভিত্তিতে হাওরের ধান পাকা শুরু হয়েছে।  কোনও হাওরের ধান কম আবার কোনও হাওরে বেশি পেকেছে। যারা জমিতে পাকা ধান ফেলে রেখেছেন তাদের দ্রুত ধান কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। ।’

তিনি আরও বলেন, ‘সুনামগঞ্জ ও মেঘালয়ে ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতে এখনো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে প্রতিদিন হু হু করে পানি বাড়ছে। সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধগুলো ৬ দশমিক ৫ মাত্রায় পানির উচ্চতা বহন করতে পারবে। এহারে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ফসল রক্ষা বাঁধগুলোর সক্ষমতা যাচাই করা যাবে। সুরমা নদীর পানি বাড়লেও এর লেভেল গেলবারের চেয়ে অনেক নিচে রয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়,  চলতি বছর জেলায় ২ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এখন পর্যন্ত ৭০ হাজার হেক্টর জমির বোরো ধান কাটা হয়েছে। হাওরের ৭০ ভাগ জমির ধানই কাটার উপযোগী হয়ে গেছে। তবে শ্রমিক সঙ্কটের কারণে হাওরে ধান কাটায় তেমন গতি আসছে না ।

উল্লেখ্য সীমান্তের ওপারে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জে সুরমা নদীর পানি গত ৪৮ ঘণ্টায় ১০০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুরমা নদীর পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে।