সুনামগঞ্জে নৌযানে চাঁদাবাজির অভিযোগে আটক ২

 

গ্রেফতার

রক্তি নদীতে বালি বোঝাই নৌযান থেকে আদায়ের অভিযোগ দুই কিশোরকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকায় থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদার টাকাও উদ্ধার করা হয়।পরে জামালগঞ্জ থানায় সপোর্দ করা হয়েছে।

জেলা ডিবি কর্মকর্তা এসআই  রোকন উদ্দিন বলেন,‘জামালগঞ্জের রক্তি নদীতে চলাচলকারী বালিবাহী নৌযান থেকে একটি চক্র নিয়মিত চাঁদা আদায় করতো। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে চাঁদাবাজির নগদ টাকা ও নৌকাসহ আটক করেছে। নৌপথে চাঁদাবাজি বন্ধ করতে ডিবি পুলিশের অভিযান অব্যহত থাকবে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাদের জামালগঞ্জ থানায় সপোর্দ করা হয়েছে।

পরে চাঁদাবাজির অভিযোগে ডিবি পুলিশের এসআই  ফারুক আহমদ বাদী হয়ে একই গ্রামের রুবেল,রাব্বানি,শাহজাহান,করম আলী ও শহিদ মিয়াসহ ১০ জনকে আসামি করে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছেন।