খোয়াই নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

খোয়াই নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদহবিগঞ্জের খোয়াই নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ২৫টি ঘর উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রবিবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরের মাছুলিয়া ব্রিজ এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্বে দেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্জিনা বেগম।

ইউএনও জানান, খোয়াই নদীর মাছুলিয়া পয়েন্টে নদী পাড়ে প্রায় ২০ থেকে ২৫টি পরিবার দীর্ঘদিন ধরে অবৈধভাবে ঘর বানিয়ে বসবাস করে আসছিল। সম্প্রতি নদী ভাঙ্গনের কবলে পড়ে তারা। এনিয়ে জেলা প্রশাসনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত নেওয়া হয়—যারা নদী পাড়ে অবৈধভাবে বসাবস করে আসছে, তাদেরকে উচ্ছেদ করা হবে। যাদের বসতভিটা নেই তাদেরকে সরকারি সহযোগিতা দেওয়া হবে। এরই অংশ হিসেবে উচ্ছেদ অভিযান পরিচালান করা হয়েছে।

হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ জানান, একটি মহল নদী পাড়ে বসতভিটা বানিয়ে ভাড়া দিয়ে অতিরিক্ত টাকা আদায় করে আসছিল। এ অভিযানের মাধ্যমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও পর্যায়ক্রমে খোয়াই নদী পাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবং যাদের বসতভিটা নেই পর্যায়ক্রমে তাদেরকে সরকারি সহযোগিতা দেওয়া হবে।

উচ্ছেদ অভিযানে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেছেন।