সিলেটে খাসদবীর স্কুল ভোটকেন্দ্রে হামলা

সিলেটের খাসদবীর ভোট কেন্দ্রসিলেট নগরের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রিমাদ আহমদ রুবেলের নেতৃত্বে প্রায় শতাধিক লোকজন খাসদবীর সরকারি প্রাথমিক স্কুলের ভোট কেন্দ্রে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত ছিল।

অভিযোগ পাওয়া গেছে, অন্যান্য কাউন্সিলর প্রার্থীদের এজেন্টদের বের করে রিমাদের সমর্থকরা রেডিও প্রতীকে সিল দিয়ে ব্যালেট বক্সে ভরে পালিয়ে যায়। 

সোমবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পরে ওই কেন্দ্রে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। 

37989625_1786401748108563_2341549791059640320_nসিলেট আঞ্চলিক নির্বাচনি কর্মকর্তা আলিমুজ্জামান বলেন, ‘আমরা শুনেছি, খাসদবীর সরকারি প্রাথমিক স্কুলে একজন কাউন্সিলর প্রার্থীর লোকজন ঝামেলা করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ 

ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেজওয়ান আহমদ বলেন,  ‘রিমাদ আহমদের লোকজন কেন্দ্রে দখল করে জাল ভোট দিয়ে ব্যালেট বাক্স ভরে গেছে। এ বিষয়টি আমরা সিলেট নির্বাচনি কার্যালয়ে জানিয়েছি।’ 

আরও পড়ুন:

 সিলেটে পাঠানটুলায় সংঘর্ষ, কিছু সময় বন্ধ থাকার পর ফের ভোটগ্রহণ শুরু