সিলেটের একটি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের অভিযোগ

মারধরের শিকার সহকারী পোলিং এজেন্টসিলেট নগরীর চন্দনটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে  ঢুকে ৩০টি ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। সহকারী পোলিং এজেন্টদের মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে মেয়র প্রার্থীদের ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছেন তারা। সোমবার (৩০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।

সহকারী পোলিং অফিসার মোহাম্মদ জুনায়েদ মিয়া জানান, ‘কয়েকজন যুবক এসে আমাকে মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে ব্যালট পেপার নিয়ে গেছে। এ ঘটনায় আপাতত ভোটগ্রহণ বন্ধ রয়েছে।’

ঘটনার পর ওই কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।