ককটেল নিক্ষেপের পর জাল ভোটের চেষ্টা

এই কেন্দ্রে ককটেল নিক্ষেপ করা হয়

সিলেটে ১০৮ ওয়ার্ডের উপশহর ডি-ব্লকের শাহজালাল বালিকা উচ্চবিদ্যালয়ে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে ওই কেন্দ্রের পশ্চিম পাশে কে বা কারা ককটেল নিক্ষেপ করে। এতে অবশ্য কেউ আহত হয়নি।

ওই কেন্দ্রের দায়িত্বে থাকা আনসার সদস্য রমজান আলী বলেন, ‘ককটেল নিক্ষেপের ঘটনার পর ভোটাররা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।’

ওই কেন্দ্রের নৌকার এজেন্ট শহীদুল আলম বলেন, ৫/৭টি ছেলে জাল ভোটার দেওয়ার চেষ্টা করলে তাদের পুলিশ তাড়িয়ে দেয়।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আমিনুর রশিদ বলেন, ‘আমার কেন্দ্রে মোট ভোট ৩৩৬০টি। দুপুর ২টার দিকে একটা ককটেল ছুড়ে মারে কে বা কারা। এর কিছুক্ষণ পর কিছু লোক জাল ভোট দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের তাড়িয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’