আপনি জিতুন, আমরা আসবো, প্রধানমন্ত্রীকে মমতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় শেখ হাসিনার জবাবে মমতা বলেন, ‘আপনি জিতুন, আমরা আসবো।’ সোমবার (১০ সেপ্টেম্বর) বিকালে দ্বিপক্ষীয় দুটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন মমতা। ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নয়া দিল্লি থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্প দুটির উদ্বোধন করেন।
এসময় ভিডিও কনফারেন্সে আরও যুক্ত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিল্পব কুমার দে ও বাংলাদেশের রেলমন্ত্রী মো. মুজিবুল হক।
সোমবার উদ্বোধন করা দুটি প্রকল্পের একটি ছিল ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের আমদানি নিয়ে। অন্যটি রেলওয়ের ‘কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন’ ও ‘আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেল সংযোগ নির্মাণ (বাংলাদেশ অংশ)’ প্রকল্প।
অনুষ্ঠানের শেষের দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনাকে পূজার শুভেচ্ছা জানান মমতা বন্দোপাধ্যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে শুভেচ্ছা জানান। এসময় মমতাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান শেখ হাসিনা। শেখ হাসিনার আমন্ত্রণ গ্রহণ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনি জিতুন, আমরা আসবো।’
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো.তোফায়েল ইসলাম, উপকারভোগী বাবলা তালাং। উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন, সাবেক চিফ হুইপ ও সংসদীয় প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, এমপি, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিনসহ অনেকে।