‘মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে আ.লীগের বিকল্প নেই’

বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানবাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে আওয়ামী লীগের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্থিতিশীল উন্নয়নের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এজন্য আওয়ামী লীগ সরকারকে আবারও ভোটের মাধ্যমে ক্ষমতায় আনা প্রয়োজন।’

শনিবার বিকাল ৪টায় সুনামগঞ্জে শহীদ আবুল হোসেন মিলনায়তনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলা উদ্বোধন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষিসম্প্রসারণ অধিদফতর বৃক্ষমেলার আয়োজন করে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরুজ্জামানসহ জেলা বনবিভাগের কর্মকর্তা।

এর আগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন  প্রতিষ্ঠানের ২০টি স্টল ফলদ ও বনজ গাছের চারা নিয়ে বৃক্ষমেলায় অংশগ্রহণ করেছে। পরে প্রতিমন্ত্রী সুনামগঞ্জ স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন। সুনামগঞ্জে জেলা প্রশাসন ও ক্রীড়া পরিদফতর খেলাটির আয়োজন করে।