সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে: স্পিকার

 




ছবি: হবিগঞ্জে সংসদ সদস্যদের জন্য এসডিজি সংক্রান্ত কর্মশালায় বক্তব্য রাখছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরীজাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। সারাদেশে ১২ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে—সেখানে ডাক্তার, স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়েছে। কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৩২ প্রকারের ঔষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে—যা এসডিজি এর অভীষ্ট লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) হবিগঞ্জের বাহুবলে পুটিজুরী ইউনিয়নের হিলালপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় স্পিকার আরও বলেন, আগে স্বাস্থ্যসেবা নিতে জনগণকে বিশেষ করে নারী ও শিশুদের দূরবর্তী হাসপাতালে যেতে হতো। কমিউনিটি ক্লিনিক স্থাপনের ফলে নারী ও শিশুদের জন্য স্বাস্থ্যসেবা গ্রহণ সহজ হয়েছে। কমেছে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুহার।

প্রত্যন্ত অঞ্চলের মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল পেতে শুরু করেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, টেলিমেডিসিনের মাধ্যমে জনসাধারণ শহরের ডাক্তারদের পরামর্শ নিতে পারছেন। এসময় একজন নারী উপকারভোগী মোবাইলফোন ব্যবহার করে স্বাস্থ্যসেবা নেওয়ার অভিজ্ঞতার কথা স্পিকারকে জানান।

এসময় স্পিকার স্বাস্থ্য সচেতনতা বাড়াতে উপকারভোগীদের সঙ্গে উঠান বৈঠক ও মা সমাবেশ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান।

স্পিকার বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।।

এসময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য মো. আবু জাহির, মো. আব্দুল মুনিম চৌধুরী, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী প্রমুখ।